নাইশিং প্রবাসী একতা বন্ধনের আড়াই টন চাউল বিতরণ

 

স্টাফ রিপোর্টার

অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন আল মদিনা প্রবাসী একতা বন্ধন নামের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নাইশিং গ্রামের আল মদিনা জামে মসজিদ চত্বর থেকে এলাকার সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক পরিবারের মাঝে ২৫ কেজি করে আড়াই টন চাউল তুলে দেওয়া হয়।

আল মদিনা প্রবাসী একতা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান পায়েলের সঞ্চালনায় ভার্চুয়ালী উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ফয়েজ আহমেদ।

আলমদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমানের অনুষ্ঠান পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইশিং ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আবু সায়েম শিকদার,

সমাজ সেবক নুরুল হক বেপারি, মোশারফ বেপারী, রফিজউদ্দিন দেওয়ান, সোহেল দেওয়ান, আবু বক্কর শেখ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী একতা বন্ধনের প্রধান পৃষ্ঠপোষক জাফর ইকবাল বিপ্লব, বাংলাদেশ আহবায়ক আব্দুর রহমান শেখ, প্রবাসী একতা বন্ধনের সহ সাধারণ সম্পাদক গালিব বেপারী, সাংগঠনিক সম্পাদক রাজিব বেপারি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *