মো. আমির হোসেন ঢালি
জাতীয় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে উপজেলার ইউএনও পার্কে নানা জনবান্ধব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক।
শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা-এমন তথ্য জানিয়েছেন উপজেলা সহকারি কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা।
শনিবার (৮ জুন) থেকে আগামী ১৪ জুন পর্যন্ত উপজেলা, ইউনিয়ন ভূমি অফিসে এই কর্মসূচি চলবে। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো কামাল হোসেন, সার্ভেয়ার লিয়ার হোসাইন, সার্ভেয়ার বাদশা মিয়া, নাজির কাম ক্যাশিয়ার শামীম কবির প্রমুখ।