সিরাজদিখানে ৫০০ জন কৃষকের মাঝে রোপা আমনের বীজ ও সার বিতরণ

সিরাজদিখান প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৫০০ জন কৃষকের মাঝে রোপা আমন (উফশী জাত) ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে উপজেলার ৫০০ জন কৃষকের মাঝে রোপা আমন (উফশী জাত) ধানের বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র,মধ্যপাড়া ইউপির চেয়ারম্যান শেখ আব্দুল করিম,কোলা ইউপির চেয়ারম্যান এইচ এম সাইফুল ইসলাম মিন্টু, শেখরনগর ইউপির চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, বয়রাগাদী ইউপির ৮নম্বর ওয়ার্ড সদস্য মো. ইয়াছিন শেখ,উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ মহল, নারায়ণ চন্দ্র সরকার,আবুল কালাম আজাদ ও শহিদুল ইসলাম,অনামিকা রহমান,আলমগীর হোসেন,রাশেদুল ইসলাম,নিশা চৌধুরী, মো. আনোয়ার হোসেন সহ কৃষক ও অন্যান্য ব্যক্তিবর্গ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, রেমাল ঘূর্ণিঝড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ জন কৃষকদের মাঝে রোপা আমন (উফশী জাত) ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *