শপথ নিলেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা

মো. আমির হোসেন ঢালি

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে নির্বাচিত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।

সোমবার দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয়ে বিভাগীয়ও কমিশনার মো. সাবিরুল ইসলাম তাদের শপথবাক্য পাঠ করান।

এসময় ঢাকা বিভাগের সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আওলাদ হোসেন মৃধা, ভাইস চেয়ারম্যান মীর মোশারফ হোসেন সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন শপথ গ্রহণ করেন।

এর আগে, গেলো ২৯ মে বুধবার সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আওলাদ হোসেন মৃধা আনারস প্রতীকে ৪৬ হাজার ১৯০ ভোট পেয়ে জয়লাভ করেন।

চেয়ারম্যান পদে অপর চার প্রার্থী মঈনুল হাসান নাহিদ মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ১৮ভোট, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক কাপ-পিরিচ প্রতীকে ২৫ হাজার ৬৩০ভোট, শমরেশ নাথ ঘোড়া প্রতীকে ৪২০ ভোট ও আব্দুল্লাহ আল জাদিদ ইরান ২৬৪ ভোট পেয়েছিলেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মীর মুহাম্মদ মোশারফ হোসেন সুমন মাইক প্রতীকে ২৩ হাজার ৯০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।

অপর ৯ প্রার্থী অ্যাডভোকেট এ কে এম আবুল কাশেম চশমা প্রতীকে ২০ হাজার ২৮৫ ভোট, এ এস এম শাহাদাত হোসেন উড়োজাহাজ প্রতীকে ১৫ হাজার ৩৭৬ ভোট, শামীম শিকদার টিউবওয়েল প্রতীকে ১৪ হাজার ১১৮ ভোট, ওমর আলী তালা প্রতীকে ৯ হাজার ৫৮৯ ভোট, মামুন হোসেন বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ৮ হাজার ৪৮৬ ভোট, রফিকুল ইসলাম বাবুল পালকি প্রতীকে ৬ হাজার ২৫৯ ভোট, রাসেল মুন্সী বই প্রতীকে ৫ হাজার ৯৭৫ ভোট, শেখ মনির হোসেন মিলন গ্যাস সিলিন্ডার প্রতীকে ৪ হাজার ৩২৯ ভোট ও  আরাফাত শেখ রাসেল টিয়া পাখি প্রতীকে ২ হাজার ৪৭১ ভোট পেয়েছিলেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন ফুটবল প্রতীকে ৪০ হাজার ৬৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন।

অপর তিন প্রার্থী মিসেস আয়েশা আক্তার সেলাই মেশিন প্রতীকে ৩৭ হাজার ৪২৪ ভোট, আঁখি শাহীন হাঁস প্রতীকে ১৭ হাজার ৫৪০ ভোট, লুৎফুন নাহার বৈদ্যুতিক পাখা প্রতীক ৯ হাজার ৭৭২ ভোট ও ফারহানা আক্তার লিজা কলস প্রতীক ৬ হাজার ২০১ ভোট পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *