বয়রাগাদী ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার

শোক শ্রদ্ধায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বুধবার দুপুর ১টায় বয়রাগাদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কার্যালয় সংলগ্ন এলাকায় আলোচনা সভা, কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বয়রাগানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মো. মোতাহার হোসেন।

বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এড. জামাল হোসেন বিপ্লব ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জুয়েল ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান হাওলাদার।

এছাড়াও উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন, সদস্য বিপ্লব মাদবর, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান শেখ, প্রচার সম্পাদক আরব আলী মোল্লা।

আরো উপস্থিত ছিলেন বয়রাগাদী ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি দরবেশ শেখ, সাধারণ সম্পাদক আরব শেখ, ২নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাওার শেখ, সাধারণ সম্পাদক আয়নাল শেখ, ৩নং ওয়াড বিএনপির সভাপতি পিপুল শেখ, সাধারণ সম্পাদক মনির হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান শেখ, ৬ নং ওয়ার্ড  বিএনপির সভাপতি ইউসুফ শেখ, ৭ নং ওয়াড বিএনপির সভাপতি সিরাজ বেপারি, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, ৮ নং ওয়ার্ড বিএনপির নেতা বসির মিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক বাবুল মৃধা।

এসময় সোহেল দেওয়ান, সানজু শেখ,  বিএনপি নেতা আজিজুল হক দেওয়ান, যুবদল নেতা সিরাজ শেখ, আওলাদ বেপারি, নজরুল, লিটন ঢালি, আক্তার হোসেন, রাকিব, আরিফ, আসিফ, নাহিদ, বয়রাগাদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাইম শেখ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক শেখ, সাধারণ সম্পাদক ইমরান শেখ, মালখানগর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমন চেকদার, রিফাত, সিয়াম, আলভি, সামি, ইমতিয়াজ, আবদুলাহসহ দোয়া ও আলোচনা সভায় বয়রাগাদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া  মোনাজাত করা হয়।

পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *