সিরাজদিখানে পোরাগঙ্গার শাখা খাল পরিষ্কার করল বিডি ক্লিন

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার গ্রামে গুরুত্বপূর্ণ পোরাগঙ্গার শাখা খালের ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেয় সমাজকল্যাণ সংগঠন মহৎ কাজে আমরা সবাই।

সংগঠনটির ডাকে সাড়া দিয়ে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে জৈনসারে আসেন ‘বিডি ক্লিন বাংলাদেশে’র মুন্সীগঞ্জ শাখার প্রায় ৩০ জন সেচ্ছাসেবক।

তারাই গ্রামবাসীকে সাথে নিয়ে এ খালের ময়লা, আবর্জনা আর কচুরিপানা নিমিষে পরিষ্কার করেন।

শুক্রবার (৫ই জুলাই) সকাল ৮ টায় জৈনসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার কার্যক্রমের আরম্ভ করা হয়।

এরপরে শপথ বাক্য পাঠ করে গ্রামবাসী ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা নেমে পড়েন খালের ময়লা আবর্জনা পরিষ্কারের কাজে।

এমন উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে আহ্বান জানান বিডি ক্লিন মুন্সীগঞ্জ শাখা।

পোরাগঙ্গার শাখা খালটি জৈনসার থেকে ইছাপুরা পর্যন্ত চলে গেছে। এই খাল ঘিরে এক সময় মানুষের জীবন জীবিকা নির্বাহ হতো, নিয়মিত কৃষিপণ্য পরিবহন করা হতো। তবে বর্তমানে খালটি ময়লা ও কচুরিপানায় নৌ চলাচলের অযোগ্য হয়ে যায়।

অতিরিক্ত কচুরিপানা ও ময়লাগুলোতে মশা- মাছি সহজেই বংশবিস্তার করতে পারে, যা পরিবেশে বিভিন্ন রোগজীবাণু ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *