সিরাজদিখানে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

মো. আমির হোসেন ঢালি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাহেরকুচি গ্রামে দেলোয়ার হোসেনের বাড়ির আঙ্গিনায় আলোচনা সভা, কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. মমিন আলী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন।

মধ্যপাড়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন

উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি খালেক শিকদার,সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হক খান, সাবেক যুগ্ম সম্পাদক শাহআলম, বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ হামিদুল, বিএনপির কোষাধ্যক্ষ হাজী মো. বাবুল মিয়া।

ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. ইকবাল হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিমেল মল্লিক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব মোল্লা, সিরাজদিখান উপজেলার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমু সরদার, উপজেলা যুবদল সদস্য ইসমাইল হোসেন, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন মোড়ল, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক হাসিব হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, সিনিয়র সহসভাপতি আক্কাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিন হাওলাদার, সহ সাধারণ সম্পাদক শাহাদাৎ শেখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা জহির খান, ফয়সাল আহমেদ, রাসেল মৃধা, বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জসিম হাওলাদার, কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইদরান শেখ, মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বিপ্লব কাল, সাধারণ সম্পাদক অনিক ভূঁইয়া, ইছাপুরা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জিহাদ আহমেদ সাইফ, মধ্যপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক নূরু মোল্লা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, কেয়াইন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নবী হোসেন।

আরো উপস্থিত ছিলেন মধ্যপাড়া ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাকিবুল ইসলাম চানু, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মাষ্টার, রফিকুল ইসলাম মাষ্টার, আমজাদ হোসেন, মোজাম্মেল হোসেন, মো. মহসিন, জাহাঙ্গীর আলম, মোকলেসুর রহমান, আব্দুল মজিদ, পিন্টু মিয়া প্রমুখ।

দোয়া ও আলোচনা সভায় উপজেলা বিএনপি ও মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *