সিরাজদিখানে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

স্টাফ রিপোর্টার

ভিটামিন ‘এ’ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান এই স্লোগানে

সারাদেশে একযোগে শুরু হয়েছে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। তারই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কর্মসূচির উদ্বোধন হয়েছে।

 

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা।

 

উপজেলার ১৪টি ইউনিয়নে ১২৬টি ওয়ার্ডে ৩৩৬ টি টিকা দান কেন্দ্র ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলে বিকাল ৪টা পর্যন্ত।

 

 

এসময়ে ৬-১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুসহ ৪ হাজার ৩৬১ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪৫ হাজার ৭৮ শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা হ্যালো বিক্রমপুরকে জানান, কোন শিশু যাতে এ কার্যক্রম থেকে বাদ না পড়ে সেই বিষয়টা নিশ্চিত করেই সারাদিন কাজ করেছে স্বাস্থ্য কর্মীরা। তিনি আরো বলেন, আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *